৫৬৬ ছাত্রীকে গোলাপ দিয়ে বরণ

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণির ৫৬৬ জন নবীন ছাত্রীকে গোলাপফুল দিয়ে বরণ করে নিয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা। পরে একটি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নবীন ছাত্রীদের বরণ করে নেওয়া হয়।
ভর্তি কমিটির আহ্বায়ক মফিজুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম ও উপাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম। এ ছাড়া কলেজের নবীন ও বর্তমান ছাত্রীরা বক্তব্য দেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন, ‘শিক্ষাজীবনে নতুন একটি পথচলা শুরু হলো। শিক্ষক-অভিভাবকদের নির্দেশনা অনুযায়ী নিয়মিত পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। এর মধ্য দিয়ে তোমরা সবাই আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।’