মোংলায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা

বাগেরহাটের মোংলা উপজেলায় ‘ইলেভেন ব্রাদার্স যুবসেবা সংস্থা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
আজ রোববার উপজেলার মিঠাখালীর ইউনিয়নের খাসেরডাঙ্গা মোটরসাইকেল স্ট্যান্ডে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী দরিদ্র নারী-পুরুষ ও শিশুদের এ সেবা দেওয়া হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমে সহায়তা করেছে খুলনার নিউ লাইফ নার্সিং হোম অ্যান্ড নিউ স্কলার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।
আয়োজকরা খুলনা থেকে দুজন মেডিসিন বিশেষজ্ঞ নিয়ে আসেন। তাঁরা হলেন ডা. বিশ্বজিৎ সরকার ও ডা. জয়ন্ত কুমার মণ্ডল।
বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মিঠাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক সুজন কুমার হালদার ও সাংগঠনিক সম্পাদক রবিউল মোল্লাসহ অন্যরা।
সংস্থার নেতারা বলেন, ২০১০ সালে তাঁরা ১১ জন মোটরসাইকেল চালক সর্বপ্রথম এ সংগঠনটি গড়ে তোলেন। এরপর থেকে এ সংগঠনের সদস্য বাড়তে থাকে। বর্তমানে এ সংগঠনের সদস্য সংখ্যা ৪৫ জন। মূলত মোটরসাইকেল ও টমটমের চালকরা প্রতিদিনের আয়ের কিছু অংশ জমা করে সমাজের গরিব মানুষদের সামর্থ্য অনুযায়ী সেবা, সাহায্য-সহযোগিতা করার জন্য সংগঠনটি করেন। এ সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় সঞ্চিত অর্থ দিয়ে গরিব লোকজনের চিকিৎসা, বিয়ে, শিক্ষা ও চাকরির ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের সহায়তা করে আসছেন। তাদের দেখে বিভিন্ন এলাকার লোকজন এমন উদ্যোগ গ্রহণ করলে সমাজের দরিদ্ররা সব দিক দিয়ে উপকৃত হবে।
চিকিৎসা নিতে আসা খাসেরডাঙ্গা গ্রামের উত্তম শিকদার ও মেরি মিস্ত্রি বলেন, মোংলা শহরে ও খুলনায় গিয়ে ৩০০ থেকে ৫০০ টাকা ভিজিট দিয়ে চিকিৎসক দেখানোর সামর্থ্য তাঁদের নেই। টাকার অভাবে চিকিৎসক দেখাতে পারেন না। ইলেভেন ব্রাদার্স যুবসেবা সংস্থার লোকজন খুলনা থেকে চিকিৎসক এনে তাঁদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। তাঁরা চান, দুই থেকে তিন মাস পর যেন এমন আয়োজন করা হয়। এতে তাঁদের মতো গরিব লোকজন উপকৃত হবেন।
সেবা দিতে আসা ডা. বিশ্বজিৎ সরকার ও ডা. জয়ন্ত কুমার মণ্ডল বলেন, তাঁদের ধর্মই সেবা। সেটা শহরে হোক আর গ্রামে। প্রতিটি চিকিৎসকের মধ্যে এ গুণ থাকা প্রয়োজন। তাই খুলনা থেকে এ সংস্থার আয়োজনে এখানে এসেছেন। এখানকার বয়স্ক নারী-পুরুষদের মধ্যে হাত, পা, পিঠ ও কোমড়ের ব্যথাজনিত সমস্যাটা বেশি দেখা যাচ্ছে।