বাগেরহাটে নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে ক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি ও জেলার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাব ও বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ তালুকদার আবুল বাকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, আহসানুল করিম, নকিব সিরাজুল ইসলাম, ইসরাত জাহান, হেদায়েত হোসেন লিটন ও উন্নয়নকর্মী শেখ আসাদুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই এনটিভির সংবাদের মান ধরে রাখায় সন্তোষ প্রকাশ করেন ও এনটিভিকে শুভকামনা জানান।