ঝিনাইদহে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহে নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে শেষ হয় ।
পরে প্রেসক্লাব অডিটরিয়ামে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর কেক কেটে আলোচনা সভা শুরু করা হয় ।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুন্সি এমদাদুল হক, সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম, মাদক প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল আলম, সম্মিলিত সংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাংবাদিক এম সাইফুল মাবুদ ও নিজাম জোয়ারদার বাবলু এবং ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ।