মোংলায় এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এনটিভি ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে মোংলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মোতালেব, আহসান হাবিব হাসান, মোংলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুর আলম শেখ ও পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম।
অনুষ্ঠানের শেষ ভাগে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, আমরা এনটিভির নিরপেক্ষ পেশাদারিত্বকে শ্রদ্ধা করি। এনটিভি নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠানমালা প্রচারের মাধ্যমে দেশবাসীসহ বিদেশেও ব্যাপক সুনাম অর্জন করেছে। এনটিভি ধারাবাহিকভাবে তার সুনাম ধরে রাখবে এবং আগামীতে আরো বেশি ভালো করবে এই প্রত্যাশা করি।
এনটিভির এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।