স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে হত্যা!

চাঁপাইনবাবগঞ্জের কানসাটের শিবনারায়ণপুর গ্রামে গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর মনিরুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, শিবনারায়ণপুর গ্রামের মনিরুল ইসলাম তাঁর প্রতিবেশী তরিকুল ইসলামের (৩৮) স্ত্রীকে মোবাইল ফোনে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন। অতিষ্ঠ হয়ে দুপুরে গৃহবধূর স্বামী তরিকুল ইসলাম প্রতিবাদ করতে যান মনিরুলের কাছে। এ সময় তাঁদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তরিকুলের ওপর চড়াও হন মনিরুল। কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তরিকুল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে কানসাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, ঘটনার পর পুলিশ উত্ত্যক্তকারী মনিরুল ইসলামকে আটক করেছে।