চাঁপাইনবাবগঞ্জে ‘ডাকাতির প্রস্তুতি’র সময় গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গোমস্তাপুরের চৌডালা ইউনিয়ন থেকে এঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সর্দার চৌডালা ইউনিয়নে ইসলামপুর গ্রামের লালন (২৫), তাঁর সহযোগী একই এলাকার রিপন (২৫), বাবু (২০), সুমন (২৬) ও শরিফ (৩০)।
আজ মঙ্গলবার গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাকারিয়া বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় চৌডালা ইউনিয়নের রিফুজিপাড়া ইটভাটার কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ওই পাঁচ ডাকাত। সেখানে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতদলের সর্দারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি শাবল ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে। থানায় তাঁদের নামে একটি মামলা করা হয়েছে।