চাঁপাইনবাবগঞ্জে জেএমবি ‘সদস্য’ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভুজা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রয়েল (৩৫)। তাঁর বাড়ি ভোলাহাটের চামা মুশরীভুজা গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নাচোল পুলিশের সহায়তায় গোয়েন্দা পুলিশের একটি দল মুশরীভুজা গ্রামের রয়েলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রয়েল জেএমবির সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা রয়েছে। এর মধ্যে আটটি ভোলাহাট থানায় ও একটি নাচোল থানায়।