জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হোগলা ডিহিটোলা গ্রামে আজ বুধবার বিকেলে জমিজমা নিয়ে বিরোধের জেরে আবু বাক্কার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল জানান, দীর্ঘদিন থেকে আবু বাক্কারের সঙ্গে বসতভিটার সীমানা নিয়ে প্রতিবেশী তাইফুর রহমানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিকেলে তাইফুরের সঙ্গে ঝগড়া বাধে। একপর্যায়ে কোদালের উল্টো দিক দিয়ে আবু বাক্কারের মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ এ ঘটনায় তাইফুর রহমানকে আটক করেছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।