জঙ্গির খোঁজে গাইবান্ধার চরাঞ্চলে অভিযান অব্যাহত

জঙ্গি আস্তানার সন্ধানে দ্বিতীয় দিনের মতো গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় এ অভিযান শুরু হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে এ অভিযানে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অংশ নিচ্ছেন।
সকালে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নৌকায় করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রা শুরু করেন। পরে তাঁরা ফুলছড়ি উপজেলার ফজলুপুর এবং ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ী, তালতলা, খাটিয়ামাড়িসহ নদীবেষ্টিত বিভিন্ন চর এলাকায় অভিযান শুরু করেন।
ময়নুল হক বলেন, জঙ্গি আস্তানার সন্ধানে ও তালিকাভুক্ত মামলার আসামি গ্রেপ্তার এবং নৌ-ডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান চলছে। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে। এর পর পর্যায়ক্রমে সাঘাটা, সুন্দরগঞ্জের চরাঞ্চলেও অভিযান চালানো হবে।
এর আগে গতকাল সকাল ৬টা থেকে শুরু করে টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে মোল্লারচর ইউনিয়নের সিধাইল থেকে শুক্কুর নামের এক ‘ডাকাতকে’ আটক করা হয়।