বনানীতে আরেক ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ২৫ জুলাই

রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আবার এক তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ দিন নির্ধারণ করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আদালতে এ মামলার এজাহার নিয়ে এলে বিচারক তদন্ত প্রতিবেদনের দাখিলের জন্য ২৫ জুলাই নির্ধারণ করেন।
গতকাল বুধবার ধর্ষণের অভিযোগে রাতে মামলাটি দায়ের করা হয়।
মামলার বরাত দিয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আলী আহমেদ জানান, গত মঙ্গলবার রাতে জন্মদিনের দাওয়াতের কথা বলে বনানীর ২ নম্বর রোডের ২১৪ নম্বর বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বনানীর ন্যাম ভিলেজে ব্যবসায়ী বোরহান উদ্দিন বেলালের ছেলে বাহার উদ্দিন ইভানকে (২৮) মামলায় একমাত্র আসামি করা হয়েছে।
পুলিশ আরো জানায়, তরুণী (২১) রাজধানীর বাসিন্দা। তিনি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
এর আগে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁরা কারাগারে আছেন।