সরকারি চাল পাওয়া গেল ব্যবসায়ীর গুদামে

শরীয়তপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ১৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার ভোরে উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্যবসায়ী খবির মোল্লার গুদামঘর থেকে এসব চালের বস্তা উদ্ধার করা হয়।
মাদারীপুর র্যাব ৮-এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স এনটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গুদামে অভিযান চালানো হয়। তখন গুদামে একটি ট্রাকে চাল ভরা হচ্ছিল। চালগুলো ছিল ভিজিএফ ও ভিজিডির। তখন ১৯৬ বস্তাসহ ট্রাকচালককে আটক করা হয়ছে।
এ সময় গুদামের পেছনের দরজা দিয়ে ব্যবসায়ী খবির মোল্লা ও তাঁর শ্রমিকরা পালিয়ে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে আঙ্গারিয়া বাজার কমিটির কর্মকর্তাদের সামনে জব্দ করা চালের তালিকা তৈরি করা হয়। পরে ট্রাকটি মাদারীপুরে নিয়ে যান র্যাব সদস্যরা।
র্যাব কর্মকর্তা আরো জানান, এ সময় বারবার মুঠোফোনে অনুরোধ জানালেও খবির মোল্লা র্যাব সদস্যদের সামনে আসতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।