বাসা থেকে ডেকে নিয়ে যুবলীগকর্মীকে কুপিয়ে খুন

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় এক যুবলীগকর্মীকে বাসা থেকে ডেকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার ভোরের দিকে মহানগরীর বসুপাড়া নর্থ খাল ব্যাংক রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে সকালে এনটিভি অনলাইনকে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরা সুলতানা।
নিহত হারুন অর রশিদ (৩৫) রূপসা উপজেলায় খান আবু হাসানের ছেলে। তিনি নর্থ খাল ব্যাংক রোড এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। রশিদ যুবলীগের সমর্থক ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন শেখ সেলিম, জাহিদ হাসান ও রাজু হাওলাদার।
মনিরা সুলতানা আরো জানান, ভোরে কয়েকজন হারুন অর রশিদকে বাসা থেকে ডেকে আনেন। তারপর কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।