গুলির আঘাতেই ছোট বউসহ এসআইর মৃত্যু
রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নিজ গুলিতে নিহত বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার (৩৫) ও তাঁর দ্বিতীয় স্ত্রী শম্পার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।
আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে ময়নাতদন্ত শেষ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. কবীর সোহেল। তিনি জানান, দুজনেরই মাথায় গুলির আঘাত ছিল। এই গুলির আঘাতেই তাঁদের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা ৬টার দিকে রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি ও এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
পরে খোঁজ নিয়ে ওসি জানতে পারেন, আবদুস সাত্তার বাড্ডা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। বছরখানেক আগে তিনি তাঁর প্রথম স্ত্রীর খালাতো বোন সোমা আক্তার শম্পাকে (২২) বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে ১০ ও সাড়ে তিন বছর বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে।