গুলশানে হামলার ‘পরিকল্পকারী’র তিন সহযোগী রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার হলি আর্টিজান হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ সোহেল মাহফুজের তিন সহযোগীকে তিনদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন- জামাল ওরফে মোস্তফা কামাল, হাফিজুর রহমান ওরফে হাসান ও জুয়েল ওরফে ইসমাইল।
আজ রোববার দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হামিক শহীদুল ইসলাম এ আদেশ দেন। এর আগে পুলিশ তাঁদের আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করেছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, গত ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত শিবগঞ্জের শিবনগরে জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ পরিচালিত হয়। এতে জঙ্গি আবুসহ চারজন নিহত হয়। ওই ঘটনায় ২৮ এপ্রিল পুলিশ বাদী হয়ে আবুর স্ত্রী সুমাইয়াসহ অজ্ঞাতপরিচয় আরো ২৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামাল, হাফিজ ও জুয়েলকে রিমান্ডে নেওয়া হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ এবং তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরই সোহেল মাহফুজকে ঢাকায় নিয়ে যান কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। আর বাকি তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়।
গত বছরের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।
সেদিনই উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরের দিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।