খুলনায় পুলিশ ফাঁড়ির কাছে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা শহরের জোড়াগেট এলাকায় আজ চায়ের দোকানে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ছবি : এনটিভি
খুলনা শহরের জোড়াগেট এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (২৫)। তাঁর বাড়ি জোড়াগেট এলাকায়। তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেলা ১১টার দিকে সাইদুল ইসলাম জোড়াগেট এলাকায় একটি চায়ের দোকানে ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে চাপাতি দিয়ে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাইদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কিছু বাসিন্দার ভাষ্য, সাইদুল ইসলাম স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
এ বিষয়ে স্থানীয় যুবলীগ বা আওয়ামী লীগের কারো বক্তব্য পাওয়া যায়নি।