নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলে, চাপায় নারী নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/10/photo-1436510947.jpg)
নেত্রকোনার চল্লিশা এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় গীতা চৌহান নামের এক নারী নিহত হন। ছবি : এনটিভি
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই নারীর নাম গীতা চৌহান (৩৫)। তিনি চল্লিশা বাজার এলাকার বীরবল চৌহানের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রিজের সিমেন্টবোঝাই ট্রাকটি নেত্রকোনা সদরের চল্লিশা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে পড়ে। ওই সময় এটির চাপায় হোটেলের কাছে দাঁড়িয়ে থাকা গীতা ঘটনাস্থলেই নিহত হন।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের ব্যাপারে কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।