সাগরে নিম্নচাপ, বর্ষণে বিপর্যস্ত মোংলা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দুদিন ধরে টানা বৃষ্টিতে মোংলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি : এনটিভি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কয়েক দিন ধরে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। গত দুদিন থেকে টানা বর্ষণের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মোংলার জনজীবন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত অব্যাহত আছে। ফলে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে, দুদিনের টানা বৃষ্টিপাতে শহরের নিচু রাস্তাঘাট ও নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছোট ছোট চিংড়ি ঘের বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।