সরকারের কাজে ও কথায় মিল নেই : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকারের কাজে ও কথায় মিল নেই। সরকার বলছে তাদের হাতে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। অথচ দুর্গত এলাকার মানুষ ঠিকমতো ত্রাণ পাচ্ছে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়নি। যদি জনগণের ভোট নিত, তাহলে দায়বদ্ধ থাকত।’
নজরুল ইসলাম খান বলেন, ‘কোনো মানুষ গৃহহীন থাকবে, কোনো মানুষ অসুখে চিকিৎসা পাবে না, এটা সরকারের ব্যর্থতা। সরকারের অযোগ্যতা। আমরা দেখছি সারা দেশের বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে বন্যাদুর্গত মানুষরা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। যদিও সরকার বলছে, তাদের ত্রাণভাণ্ডারে অভাব নেই। কী লাভ তাতে, যদি দুর্গত মানুষ তা না পায়।’
নজরুল ইসলাম খান আরো বলেন, ‘আমরা পত্রিকায় দেখেছি চট্টগ্রামে নয়জন শিশু মারা গেছে। রিপোর্ট হয়েছে তারা অপুষ্টিতে মারা গেছে। অর্থাৎ তারা ঠিকমতো খাবার পায় নাই। দেশের নাকি এত উন্নতি হচ্ছে, তাহলে আমাদের শিশুরা না খেয়ে মরবে কেন? কেন আমাদের হাওরের লোকেরা এতদিন ধরে গৃহহীন, আশ্রয়হীন, খাদ্য ও চিকিৎসার অভাবে থাকবে।’
পরে নজরুল ইসলাম খান ইসলামপুর উপজেলার তিনটি ইউনিয়নের আট শতাধিক বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, ওয়ারেছ আলী মামুন, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুলসহ স্থানীয় নেতারা।