শার্শা উপজেলা বিএনপির সভাপতি জহির, সম্পাদক লিটন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/shaarshaa_upjelaa_bienpir_dbi-baarssik_smmeln.jpg)
যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হাসান জহিরকে সভাপতি ও নুরুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন উদ্বোধন করেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাতীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান জহির, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুজ্জামান লিটন, জেলা বিএনপিনেতা মিজানুর রহমান প্রমুখ।
নেতারা বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম আর জেল-জুলুম সহ্য করে এখন দল পুনর্গঠনের সময়। শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
সম্মেলন শেষে হাসান জহিরকে সভাপতি, নুরুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক ও আশরাফুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির নাম ঘোষণা করা হয়।