৬ বছরের শিশুকে ধর্ষণ, ৪৪ বছরের মজিদ আটক

ছয় বছরের শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে ৪৪ বছর বয়সী মজিদ গাজীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরীর সিমেট্রি রোডে এই ঘটনা ঘটে। আহত শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী কমিশনার মনিরা সুলতানা জানান, ছয় বছর বয়সী শিশু মেয়েটির বাবার সঙ্গে সবজি ও ফল বিক্রি করতেন এই মজিদ গাজী। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মজিদ গাজী শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এই সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে মজিদ গাজীকে আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয়। শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কেএমপির মুখপাত্র।
শিশুর বাবা জানান, মজিদ গাজী ও তিনি একই সঙ্গে সবজির ব্যবসা করেন। পাশাপাশি ঘরে তাঁরা ভাড়া থাকেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। তাঁর স্ত্রীও বাসায় ছিলেন না। এই সুযোগে মজিদ গাজী খাবারের লোভ দেখিয়ে তাঁর ছোট মেয়েটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন। সেখান থেকে ছাড়া পেয়ে তাঁর মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরলে ঘটনা জানতে পারেন। এ সময় এলাকাবাসী মজিদ গাজীকে আটক করে পুলিশে খবর দেয়। তিনি ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেন।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক মজিদ গাজীকে জিজ্ঞাসাবাদ চলছে।