সান্তাহারে রোগীর মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ফেমাস নামের একটি ক্লিনিকে বাচ্চু মিয়া (৪৫) নামের এক রোগী ভুল চিকিৎসায় মারা গেছেন। এই অভিযোগে আজ শনিবার সন্ধ্যায় রোগীর উত্তেজিত স্বজনরা ওই ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
তাঁরা রোগী মৃত্যুর প্রতিবাদে ওই ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
মৃত রোগীর ছোট ভাই সাজু মিয়া অভিযোগ করে বলেন, সান্তাহার শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে আবুল শাহের দুগ্ধ খামারের গাভী দহনকারী বাচ্চু মিয়াকে গতকাল শুক্রবার সকালে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রোগীর প্যাথলজি পরীক্ষায় অ্যাপেন্ডিসাইটিস রোগ শনাক্ত করা হলেও ওই ক্লিনিকের চিকিৎসক ডা. প্রসেনজিৎ স্যান্নাল ওই দিন সন্ধায় হারনিয়ার অস্ত্রোপচার করেন। এতে রোগী যন্ত্রণায় আরো কাতরাতে থাকেন। এ অবস্থায় রোগীর স্বজনরা রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর কথা বললেও ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে স্থানান্তর না করে পরের দিন শনিবার বিকেলে আবার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার অপারেশন করে। এর কিছুক্ষণ পর রোগীর মৃত্যু হয়।
এ ব্যাপারে ওই ক্লিনিকের ব্যবস্থাপক পল্লী চিকিৎসক মাজেদুর রহমান দুলালের সঙ্গে ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. প্রসেনজিৎ স্যান্নালের ব্যক্তিগত মুঠোফোনে কল দিলেও ধরেননি।