রাজশাহীতে পাসের হার ও জিপিএ ৫ কমেছে

চলতি বছর এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৫ দশমিক ৪০।
এবার জিপিএ ৫ পেয়েছে পাঁচ হাজার ২৯৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ছয় হাজার ৭৩ জন।
আজ রোববার দুপুর দেড়টায় রাজশাহী শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার। এ সময় শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আনোয়ারুল হক প্রাংসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, ফল ঘোষণার পর পরই শিক্ষার্থীরা কলেজে কলেজে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। রাজশাহী কলেজসহ নগরীর বিভিন্ন কলেজে বাজনার তালে তালে নেচে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের ১৯৪টি কেন্দ্রে ৭৪২টি কলেজের এক লাখ ২১ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮৬ হাজার ৮৭২ জন। পাসের হার ৭১ দশমিক ৩০ ভাগ। এর মধ্যে ছাত্র পাসের হার ৬৭ দশমিক ৪৬ এবং ছাত্রী পাসের হার ৭৬ দশমিক ০১ শতাংশ। জিপিএ ৫ পাওয়া ছাত্র দুই হাজার ৯৩৯ জন। আর ছাত্রী দুই হাজার ৩৫৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল ৩৩ হাজার ৯৯২ জন। এর মধ্যে ১৯ হাজার ৯৪৯ জন ছাত্র এবং ১৪ হাজার ৪৩ জন ছাত্রী। এ বিভাগে পাসের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। পাস করেছে ২৮ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী।
মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৬৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে ৩৪ হাজার আটজন ছাত্র ও ৩৪ হাজার ৮৭৬ জন ছাত্রী। পাসের হার ৭৩ দশমিক ৮৮ শতাংশ। পাস করেছে ৪২ হাজার ৬৪০ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ১৪ হাজার ৫৬৪ জন এবং ছাত্রী ছয় হাজার ৭৪২ জন। মোট পাস করেছে ১৫ হাজার ৪৮৩ জন। এ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৮৮ ভাগ।