যশোরে ৬০০ খুদে ফুটবলারের উৎসবে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত

যশোরের শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বর্ণাঢ্য ফুটবল উৎসব।
গতকাল শুক্রবার (২৩ মে) ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ ও ‘বিশ্ব ফুটবল সপ্তাহ’ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই উৎসবের আয়োজন করে। উৎসবে খুলনা বিভাগের ১৫টি অ্যাকাডেমির প্রায় ৬০০ খুদে ফুটবলার অংশ নেয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সিসা। বাংলাদেশের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও বাড়ানোর জন্যেই রাষ্ট্রদূত এই আয়োজনে অংশ নেন।
এ সময় তিনি ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন। পরে তিনি শিশুদের একটি প্রীতি ম্যাচ উপভোগ করেন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলা দেখে হাততালি দিয়ে তাদের উৎসাহিত করেন।
আলোচনায় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয়। ফুটবল এখানে সব শ্রেণিপেশার মানুষকে একত্র করে। আমরা চাই, বাংলাদেশের তরুণরা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক।’
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। এ ছাড়া সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদীসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
তাবিথ আওয়াল বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে আমাদের চুক্তির আওতায় এই ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে বড় ভূমিকা রাখবে। যশোরের এই অ্যাকাডেমি দেশের ফুটবলের উন্নয়নে মডেল হিসেবে কাজ করবে।’
উৎসব শেষে অংশগ্রহণকারী অ্যাকাডেমি ও সংস্থাগুলোর মাঝে পুরস্কার ও ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ফাহাদ করিমসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।