আশুগঞ্জ উপজেলা যুবদলের কমিটি ঘোষণা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/12/photo-1436696798.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নতুন কমিটির নাম ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল।
জেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন জানান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আযমের ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ার বাসভবনে জেলা বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ জেলা বিএনপি ও জেলা যুবদলের নেতা-কর্মীদের এক যৌথ সভা হয়। ওই সভায় সর্ব সম্মতিক্রমে আশুগঞ্জ উপজেলা যুবদলের ১৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি হয়েছেন মো. ফায়জুর রহমান। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে মো. ফারুকুর রহমান, সাধারণ সম্পাদক মোর্শেদ খান, যুগ্ম সম্পাদক রাসেল রেদোয়ান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নাসির মিয়ার নাম উল্লেখ করে মোট ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা বেঁধে দিয়েছেন জেলা যুবদল নেতারা। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দিতে হবে।
এ প্রসঙ্গে সদ্য ঘোষিত আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফায়জুর রহমান বলেন, ‘জেলা বিএনপি ও জেলা যুবদলের নেতারা সর্ব সম্মতিক্রমে আশুগঞ্জ উপজেলা যুবদলের যে কমিটি ঘোষণা করেছেন তা একটি শক্তিশালী কমিটি হয়েছে। আশা করছি জেলার নির্দেশ অনুযায়ী একমাস পূর্ণ হওয়ার আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা যুবদলের কাছে জমা দিতে পারব।’
আগামীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া যেকোনো আন্দোলন কর্মসূচি আশুগঞ্জ উপজেলা যুবদল যথাযথভাবে পালন করবে বলেও জানান নতুন সভাপতি।