বান্দরবানে রাস্তার পাশে মিলল কাদামাখা লাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/07/25/photo-1500967001.jpg)
বান্দরবানের মৃত্তিকা এলাকায় রাস্তার পাশ থেকে আজ মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
বান্দরবানের রাস্তার পাশ থেকে এক ব্যক্তির কাদামাখা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা সদরের বান্দরবান-কেরানীহাট সড়কের মৃত্তিকা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, সকালে মৃত্তিকা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাদামাখা লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি। তাই ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা লাশটি এ এলাকায় ফেলে গেছে।
পরে লাশের ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলেও জানান ওসি।