নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে আ.লীগ : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে একটা ধূম্রজাল সৃষ্টি করছে আওয়ামী লীগ। দলটি এখন সবচেয়ে বেশি দমন-পীড়ন করছে।
আজ বুধবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনীকুমার টাউন হলে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে যারা সরকারে আছে অনৈতিকভাবে আওয়ামী লীগ, তারা সবচেয়ে বেশি এখন দমননীতিতে আছে। কারণ, সামনে নির্বাচন আসছে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা ধূম্রজাল সৃষ্টি করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছি, জনগণের কাছে যাচ্ছি। জনগণ বলছে আমাদের, যে আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন আর হতে দেবো না।’
বিএনপির এই নেতা আরো বলেন, এ দেশে আর কোনো একদলীয় নির্বাচন মেনে নেওয়া হবে না। সরকার বলছে, সংবিধানের বাইরে কিছু হবে না। কিন্তু তারা তো সংবিধান সংশোধন করেছে। বিনা ভোটের সরকার সংবিধান সংশোধন করে এই সংবিধান বানিয়েছে। এই সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন নয়, জনগণ বিএনপির সঙ্গে আছে।