মির্জা ফখরুলের সামনেই হাতাহাতি

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনেই প্রকাশ্য বিরোধে জড়িয়েছে বরিশালে দক্ষিণ জেলা বিএনপির দুটি পক্ষ।
আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের অশ্বিনীকুমার হলে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থাপনা করাকে কেন্দ্র করে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনেই হাতাহাতি করেন দুই পক্ষের সদস্যরা। এতে ঘটনাস্থলে বেশ হট্টগোল সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মির্জা ফখরুল।
ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী জানান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনের পর আলোচনা সভা শুরু হয়। এ সভায় উপস্থাপনা করছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন। তসলিমের সঙ্গে পূর্ববিরোধ থাকায় এই উপস্থাপনা করা নিয়ে হট্টগোল শুরু করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স। একপর্যায়ে দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার পরিস্থিতি শান্ত করেন। তবে সভাস্থল থেকে বাইরে বের হয়ে আবার দুই পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়।
এ বিষয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ শাহীন বলেন, ‘বাবুগঞ্জের প্রিন্সের সাথে তসলিমের কথাকাটাকাটি নিয়ে একটু ঝামেলা হয়েছে।’ তবে এর চেয়ে বেশি আর কিছু বলতে চাননি তিনি।