ঈদের সময় চাঁদাবাজি করতে দেওয়া হবে না : ডিআইজি
ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে কাউকে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ওয়াচ টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এ কথা বলেন।
ডিআইজি বলেন, ‘কোনোভাবেই চাঁদাবাজি হবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন। রাস্তায় চাঁদাবাজি করতে দেব না। তাতে তারা যে সংস্থারই হোক, যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ‘আমি মালিক-শ্রমিক সংগঠন, বাস মালিক-শ্রমিক সংগঠন সবার সঙ্গেই কথা বলেছি। তাদের অনুরোধ করেছি আপনাদের যদি শ্রমিকদের কল্যাণ দেখিয়ে, মালিকদের কল্যাণ দেখিয়ে অথবা সমিতির কল্যাণার্থে কিছু করতে হয় বাৎসরিক বা রেজিস্ট্রেশনের সময় অথবা অন্য সময় করবেন। কিন্তু এ সময় কোনো চাঁদাবাজি করা যাবে না। এখানে কল্যাণ দেখবার কোনো সুযোগ নেই এবং আমরা এ কাজ করতে দেব না। যারা করবে, যেই হোক না কেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ডিআইজি বলেন, অন্যান্য বছরের মতো এবারও ঈদে ঘুরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছরের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সংশোধন করে এবার আরো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মহাসড়কে অপরাধ দমনে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল্লাহ, মোখলেছুর রহমান, মো. জাকারিয়া প্রমুখ।