নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ জেলা পুলিশ বিভাগের উদ্যোগে পুলিশ লাইনসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শহিদুজ্জামান সরকার।
পুলিশ সুপার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে জেলা ও দায়রা জজ মো. আরিফুল রহমান, মুখ্য বিচারিক হাকিম মো. নাসিম রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. আবদুল মালেক, সাধারণ সম্পাদক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলুসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।