বিএনপি কুঁজো দলে পরিণত হয়েছে : শাজাহান খান

বিএনপি একটি কুঁজো দলে পরিণত হয়েছে। আন্দোলনের কথা বললেও তাদের আন্দোলন করার সাধ্য নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ শনিবার দুপুরে মোংলা বন্দরে অনুষ্ঠিত এক সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘বিএনপি বলতে চায় তারা বৃহৎ দল। ভালো কথা, তাহলে আপনারা নির্বাচনে আসেন না কেন? তাঁরা কখনো বলেন সহায়ক সরকার, কখনো বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না। আবার নির্বাচনের প্রক্রিয়া চালান। আবার আপনারা আপনাদের ক্যান্ডিডেটও ঠিক করে চলেছেন। কোনটা করবেন আপনাদের ব্যাপার। আবার মাঝে মাঝে বলেন, আন্দোলন করে সরকারকে টেনেহিঁচড়ে নামাবেন।’
শাজাহান খান আরো বলেন, ‘আমাদের দেশে কুঁজো মানুষ আছে। তারা কুঁজো হয়ে হাঁটে। মেরুদণ্ড সোজা করে হাঁটতে পারে না। কিন্তু তার মনে মনে সাধ হয়। সে একটু সোজা হয়ে হাঁটতে পারুক। একটু চিৎ হয়ে শুতে পারুক। কিন্তু সে পারে না। ঠিক তদ্রূপ, বিএনপি একটি কুঁজো দলে পরিণত হয়েছে। আন্দোলন-আন্দোলন বলছে। আন্দোলন করার সাধ্য তার নাই।’
মোংলা বন্দর নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে নৌমন্ত্রী বলেন, ‘এই মোংলা বন্দর আরো অনেক উন্নত হবে। আপনারা শুধু দেখেন। পদ্মা সেতুটা হোক। তারপর দেখবেন এই মোংলা বন্দর কোথায় এসে দাঁড়ায়। এই মোংলা বন্দর হবে আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শ্রেষ্ঠ বন্দর। নেপাল, ভুটান, ভারত এই বন্দর ব্যবহার করবে সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করছি।’
এরপর দুপুরেই মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠকে অংশ নেন শাজাহান খান। সেখানে কাস্টমসের নানা অনিয়ম ও হয়রানির বিষয় তুলে ধরা হয়। তখন মন্ত্রী কাস্টমস কর্তৃপক্ষকে সঠিকভাবে সেবা প্রদান ও খুলনা থেকে কাস্টমস হাউস দ্রুত মোংলায় স্থানান্তরের নির্দেশ দেন।
বন্দরের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসানের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য (এমপি) আলহাজ তালুকদার আবদুল খালেক, বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকত আলী বাদশা, বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, সাবেক হুইপ ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ প্রমুখ।
পরে বিকেলে মোংলার দিগরাজে বন্দর পৌর ট্রাক টার্মিনালের উদ্বোধন করেন শাহাজান খান। এর আগে তিনি বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস পরিদর্শন করেন।