বাগেরহাট চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম (৩৪) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয় বলে বাগেরহাট সদর হাসপাতাল ও জেলা কারাগার সূত্রে জানা গেছে।
সাইফুলের বাড়ি জেলার ফকিরহাট উপজেলার রাজপাট গ্রামের আলী। তিনি ফকিরহাট থানার মামলায় গত ১২ মে থেকে কারাগারে ছিলেন। সে সময় থেকেই সাইফুল অসুস্থ ছিলেন। কারাগারের হাসপাতালেও তিনি চিকিৎসা নিয়েছেন বলে কারাগার সূত্রে জানা গেছে।
বাগেরহাট সিভির সার্জন ডা. অরুণ চন্দ্র মণ্ডল জানান, ময়নাতদন্তের পর সাইফুলের মৃত্যুর কারণ জানা যাবে।
জেলা কারাগারের তত্ত্বাধায়ক মো. গোলাম দস্তগীর জানান, সাইফুল শনিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।