পুলিশ হেফাজতে মৃত্যু, ওসিসহ আটজনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় পুলিশ হেফাজতে আসামি মাহফুজুর রহমানের মৃত্যুর ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ রোববার চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত গ অঞ্চলে মাহফুজের ভাই শাহিনুর আলম বাদী হয়ে মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন নাচোল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারিক, আহসান হাবিব ও মো. জহুরুল, এএসআই মো. সামসুল, কনস্টেবল চাঁনজারুল, নাচোলের বাইপুর দরগা গ্রামের নাসির উদ্দিন ও তাঁর ভগ্নিপতি জাফর ইকবাল।
মামলার আরজিতে বলা হয়েছে, গত ১৭ জুলাই রাতে নাচোল উপজেলার জননী ক্লিনিকে উপজেলার বাইপুর দরগা গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাহিদা আক্তারের অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন ‘ভুয়া’ চিকিৎসক মাহফুজুর রহমান। অস্ত্রোপচারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাহিদা মারা যান। এই ঘটনায় তাঁর বাবা নাসির উদ্দীন বাদী হয়ে ২০ জুলাই মাহফুজের বিরুদ্ধে নাচোল থানায় মামলা করেন। পুলিশ মামলার আসামি মাহফুজকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের আসামি মাহফুজকে ২৫ জুলাই নাচোল থানায় এনে মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার এসআই আবদুল বারিক মাহফুজের ভাই জুলহাস মৃধার কাছে এক লাখ টাকা দাবি করেন। এ সময় ২০ হাজার টাকা দেওয়ার পর আরো ৮০ হাজার টাকা দাবি করেন। তারা বাকি টাকা দিতে না পারায় পুলিশ ২৬ জুলাই মাহফুজকে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের ফলে মাহফুজ মারা যান। এরপর পুলিশ তাঁর গলায় জিন্সের প্যান্ট দিয়ে ফাঁস লাগিয়ে বাথরুমের দরজার হুকের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়।
আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারকে অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।