সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফকে যশোরের বেনাপোল থেকে প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
আজ মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বিজিবি ক্যাম্পে নিয়ে সাংবাদিক আজিজুল হককে নির্যাতন করার তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী বাবু, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইয়ামিন আলী, আরটিভির জেলা প্রতিনিধি সামসুর রহমান, এস এস শোহান, বাগেরহাট ফিল্ম সোসাইটির সভাপতি আবদুল্লাহ বনি।
গত ৪ আগস্ট বিকেলে বিজিবি ক্যাম্পে ডেকে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন সাংবাদিক আজিজ।