গোপালগঞ্জে মোটরসাইকেলের চাপায় গৃহবধূ নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে আজ বুধবার সকালে মোটরসাইকেলের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। দুপুরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ঢেকি নামক স্থানে মাইক্রোবাস খাদে পড়ে কলেজের এক অধ্যাপকসহ চারজন আহত হয়েছেন।
নিহত গৃহবধূর নাম হুমায়রা বেগম (৪৫)। তিনি সদর উপজেলার কাঠি গ্রামের ফরিদ শেখের স্ত্রী। তাঁর লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা জানান, আজ সকালে ৯টার দিকে হুমায়রা বেগম ভ্যানে করে নিজের বাড়ি থেকে ভবানীপুরে ছোট মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে হুমায়রা রাস্তায় পড়ে গেলে মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
এদিকে স্ত্রী ও দুই ছেলে নিয়ে একটি মাইক্রোবাসে করে বাগেরহাট থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন বাগেরহাট কলেজের অধ্যাপক সুশীল কুমার সরকার। পথে জয়ঢেকি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে গেলে তাঁরা চারজনই আহত হন। তাঁদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।