নওগাঁয় দুই হাজার পরিবার পেল ঈদ সামগ্রী

নওগাঁ শহরে ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও দরিদ্র দুই হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার শহরের বাঙ্গাবাড়িয়া, ডিগ্রি কলেজ মোড়, মুক্তির মোড় ও কালীতলা পুলিশ ফাঁড়ির সামনে দুঃস্থ পরিবারের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ইথেন এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল শাহরিয়ার রাশেলের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোহাম্মাদ আলী দ্বীন, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কৃষক লীগ নেতা আব্দুল লতিফ বকুল প্রমুখ।
অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, চালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।