খুলনায় ‘কোকেনসহ’ আটক ৬

খুলনায় ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। র্যাব জানিয়েছে, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ২৫০ গ্রাম কোকেনসহ তাদের আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে র্যাব ৬-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম। তাঁর দাবি, উদ্ধার করা ওই কোকেনের দাম ২২ কোটি ৫০ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন সোহেল রানা, বিকাশ চন্দ্র বিশ্বাস, এস এম এরশাদ হোসেন, আরিফুর রহমান, ফজলুর রহমান ও বিকাশ চন্দ্র মণ্ডল।
খন্দকার রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সকালে খুলনা নগরীর ময়লাপোতা এলাকা থেকে সোহেল রানাকে ২৩০ গ্রাম কোকেনসহ আটক করে র্যাব। এরপর আজ শনিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে ও জেলার চালনায় অভিযান চালিয়ে আরো পাঁচজনকে কোকেন ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়। তাঁদের মধ্যে রূপসা উপজেলার রাজাপুর একটি বাসা থেকে বিকাশ চন্দ্র বিশ্বাসের কাছ থেকে দুই কেজি ২০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।