মোংলায় প্রবল বৃষ্টি, পণ্য খালাস বন্ধ

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলায় প্রবল বৃষ্টি হচ্ছে। আজ শনিবার সকাল থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে ডুবে গেছে মোংলার অনেক অঞ্চল। এ ছাড়া বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
এদিকে টানা বৃষ্টিপাতে বন্দরে অবস্থানরত সার ও চালবাহী জাহাজের পণ্য খালাস এবং পরিবহন কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ। কাজ বন্ধ থাকায় জাহাজে বসে অলস সময় কাটাচ্ছেন শ্রমিক-কর্মচারীরা। এ ছাড়া অন্যান্য পণ্যবাহী জাহাজের বোঝাই-খালাস কাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিরামহীন বৃষ্টিপাতে পৌর শহরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাট, পুকুর ও বাড়িঘর। বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বন্দরসহ উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করছে।