মানুষের মূল্যবোধের অবক্ষয় হয়েছে : রিয়াজুল হক

মানুষের মূল্যবোধের অবক্ষয় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আজ রোববার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
রিয়াজুল আরো হক বলেন, ‘অতিসাম্প্রতিকালে নারী প্রতি, শিশুর প্রতি সংখ্যালঘুদের প্রতি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি, যাই কথা বলেন, তাদের প্রতি বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ কথা স্বীকার করতে হবে। তবে সেক্ষেত্র প্রত্যেকটা মানুষ সমাজের প্রত্যেকটা মানুষ, তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাই একসঙ্গে এগিয়ে আসে। তবে এর থেকে আমরা পরিত্রাণের উপায় খুঁজতে পারি নাই। তবে এ কথা ঠিক বর্তমান সময়ে সারা গোটাবিশ্ব একটা অস্থিতিকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ তাতে এর ব্যতিক্রম নয়।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, ‘বাংলাদেশে একটা লক্ষ করেছি মানুষের মূল্যবোধের প্রচণ্ড অবক্ষয় ঘটেছে, সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। যার ফলশ্রুতিতে আজকে এ জাতীয় ঘটনা ঘটে যাচ্ছে। বগুড়ার জন্য ঘটনা একটা বিষফোঁড়ার মতো হয়ে দাঁড়িয়েছে বগুড়াবাসীর জন্য, সরকারের জন্য, প্রশাসনের জন্য, সেখানে যারা ভালো করে বাস করছেন আমি তাদের সবাইকে; জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিডিআরসহ প্রত্যেককে এবং সিভিল সোসাইটির যাঁরা আছেন প্রত্যেকে আপনারা যে ভূমিকা পালন করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের যারা যে ভূমিকা পালন করেছেন। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা জন্য সবাই যে দলমত নির্বিশেষে সবাই যে একসঙ্গে কাজ করেছেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন।