ঢাকায় নিহত ‘জঙ্গি’র বাবা খুলনায় আটক

রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ‘জঙ্গি’ সাইফুল ইসলামের বাবা আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে খুলনা জেলা পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নওকাটি গ্রাম থেকে আবুল খায়েরকে আটক করা হয়।
খুলনার পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন মোল্লা জানান, নিহত ‘জঙ্গি’ সাইফুলের সম্পর্কে তথ্য জানতে তাঁর বাবাকে আটক করা হয়েছে। আবুল খায়ের সাহস ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ ও নওকাটি জামে মসজিদের ইমাম।
সাইফুলের চাচা আবদুর রউফ বলেন, ‘সে (সাইফুল) জঙ্গি নয়, ভালো ছেলে। এটা ভুল হয়েছে। গত শুক্রবার জুমার নামাজ পড়ে চাকরির জন্য সাইফুল ঢাকায় গেছে।’
নওকাটি এলাকার মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বলেন, ‘ছেলেটি ভালো। তাঁর আচরণে জঙ্গি বলে মনে হয়নি।’
মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের পাশে ওলিও ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন অগাস্ট বাইট’ অভিযানের সময় ‘আত্মঘাতী বিস্ফোরণে’ নিহত হন ‘জঙ্গি’ সাইফুল ইসলাম।
এর আগে মঙ্গলবার ভোররাত থেকে ওই হোটেলটি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে অভিযান শুরু করে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট।
অভিযান শেষে পুলিশ জানায়, শোক দিবসকে কেন্দ্র করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। এ জন্য তারা ধানমণ্ডির ৩২ নম্বরকে টার্গেট করেছিল। তাই পান্থপথের ওই হোটেলটিতে অবস্থান নিয়েছিল জঙ্গি সাইফুল।