পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে ৫৪ জঙ্গি হত্যা

আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকারী ৫৪ জন জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার দিনগত রাতভর অভিযান চালিয়ে এই জঙ্গিদের হত্যা করা হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে ভয়াবহ। আজ রোববার (২৭ এপ্রিল) দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এপির।
এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে, নিহত জঙ্গিরা ‘খাওয়ারিজ’, দেশটির সরকার পাকিস্তানি তালেবানদের জন্য এ শব্দ ব্যবহার করে।
সরাসরি কাউকে দোষারোপ না করে সেনাবাহিনী বলেছে, নিহত সন্ত্রাসীদের তাদের ‘বিদেশি প্রভুরা’ পাকিস্তানের অভ্যন্তরে উচ্চ পর্যায়ের হামলা চালানোর জন্য পাঠিয়েছিল।
আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের জেলা উত্তর ওয়াজিরিস্তানের কাছে পাকিস্তানি তালেবানদের সাবেক শক্ত ঘাঁটির কাছে এই বিদ্রোহীদের হত্যা করা হয়।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে, তখনই এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যার বেশিরভাগই পাকিস্তানি তালেবানদের দায়ী করা হয়েছে, যারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত। এটি একটি পৃথক গোষ্ঠী, তবে আফগান তা লেবানদের সঙ্গে মিত্রতা রাখে তারা। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা।
তারপর থেকে অনেক টিটিপি নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় পেয়েছে।
আজ রোববার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার বিদেশি এক সংবাদমাধ্যমকে বলেন, পশ্চিম সীমান্তের যুদ্ধ থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে মনোযোগ অন্য দিকে সরিয়ে দেওয়ার জন্য নয়াদিল্লি পর্যটক হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে।