পুনর্ভবায় পানি বৃদ্ধিতে গোমস্তাপুরের সাত ইউনিয়ন প্লাবিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর পয়েন্টে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর পয়েন্টে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গোমস্তাপুরের সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চলের ছয় শতাধিক পরিবার বন্যাকবলিত হয়েছে। বহু পরিবার ঘরবাড়ি ছেলে আশ্রয় নিয়েছে আম বাগানে ও সড়কের ধারে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতেও দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে তা এখনো বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছেন, আজ শনিবার দুপুর ১২টায় রহনপুর পয়েন্টে পুনর্ভবা নদী বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপরে। মহানন্দা বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচে। এদিকে পুনর্ভবা ও মহানন্দায় দ্রুত পানি বাড়লেও পদ্মায় পানি বাড়ছে তুলনামূলক কম।