মোংলায় পৌঁছেছে সরকারের আমদানি চালের দ্বিতীয় চালান

ভিয়েতনাম থেকে সরকারের আমদানি করা চালের দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি এশিয়া এনার্জি। এবারের চালানে প্রায় ২৫ হাজার ৩৬০ টন চাল আমদানি করা হয়েছে।
আজ শনিবার বিকেলে চাল নিয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-৪ নম্বর ঘাটে পৌঁছায় এমভি এশিয়া এনার্জি। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইনস।
এ বিষয়ে বন্দর ব্যবহারকারী ও শিপিং এজেন্ট এইচ এম দুলাল বলেন, দীর্ঘ আট বছর পর সরকারের আমদানি করা চাল নিয়ে মোংলা বন্দরে জাহাজ আসতে শুরু করেছে। সরকারের ঘোষণা অনুযায়ী আমদানি করা খাদ্যশস্যের ৪০ ভাগই এ বন্দর দিয়ে খালাস হচ্ছে।
এ চাল বাজারে সরবরাহ হলে শস্যের মূল্যের চলমান ঊর্ধ্বগতি হ্রাস পাবে। এতে সাধারণ মানুষের সুবিধা হবে। সরকারের চাল আমদানির এ পদক্ষেপকে প্রশংসা করেন এম এইচ দুলাল।
গত ৯ আগস্ট ভারত থেকে প্রায় চার হাজার ৭১২ টন চালের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে এমভি ডং কুইন নামের একটি জাহাজ। চাল খালাস শেষে জাহাজটি শুক্রবার বন্দর ত্যাগ করে।
এ ছাড়া আগামীকাল রোববার এমভি হারুকা নামের একটি জাহাজের প্রায় ২২ হাজার ৫০০ টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।