জাল নোট দিয়ে পণ্য কিনতে গিয়ে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে জাল নোট দিয়ে পণ্য কিনতে গিয়ে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ শনিবার সকালে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৪০টি ১০০ টাকার জাল নোট জব্দ করে পুলিশ।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, আজ শনিবার সকালে পারুলিয়া বাজারের একটি দোকান থেকে পণ্য কেনার পর ক্রেতার দেওয়া নোট দেখে দোকানির সন্দেহ হয়। তিনি ক্রেতা শফিকুল ইসলামকে বসিয়ে রেখে পুলিশে খবর দেন। নোটগুলো জাল নিশ্চিত হওয়ার পর পুলিশ শফিকুলকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪০টি ১০০ টাকার নোট পাওয়া যায়।
ওসি আজিজুল হক আরো জানান, শফিকুলের বাড়ি সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে। পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন, কম টাকায় জাল টাকা কিনে এনে তা বদল, ব্যবহার অথবা বিক্রি করে করে লাভবান হয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।