ত্রাণ নিয়ে দুর্নীতি হলে ক্ষমা নেই : ত্রাণমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/08/23/photo-1503500431.jpg)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশে যথেষ্ট পরিমাণ খাদ্য রয়েছে। বন্যাকবলিত মানুষের মাঝে প্রয়োজন অনুযায়ী ত্রাণ বিতরণ করা হচ্ছে।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, যত দিন পর্যন্ত বানভাসি মানুষ ঘরে ফিরে কাজ শুরু করতে না পারবে তত দিন পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। ঈদের পর পরই বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ শুরু হবে।
দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, কোনো স্বজনপ্রীতি নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা করুন। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। দুর্নীতি হলে কোনো ক্ষমা নেই।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় ও মমতাজ বেগম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ।
শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় ৫০০ পরিবারের মধ্যে এক হাজার ২৪০ টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় নয়টি পণ্য বিতরণ করা হয়।
পরে মন্ত্রী আরিচাঘাট থেকে স্পিডবোটে করে হরিরামপুর উপজেলায় যান। সেখানে দুটি স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।