বিচারপতিদের ঘাড়ে পাকিস্তানের প্রেতাত্মা সওয়ার হয়েছে, সিলেট হানিফ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/08/23/photo-1503508094.jpg)
ষোড়শ সংশোধনীর বাতিলের রায়ের পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে চলমান বিতর্কের মধ্যেই বিচারকদের নিয়ে নতুন মন্তব্য করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিচারপতিদের ঘাড়ে পাকিস্তানের প্রেতাত্মা সওয়ার হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আজ বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন হানিফ।
আলোচনা সভায় হানিফ বলেন, ‘নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এবারে আন্দোলনের মাধ্যমে নয়। এবার বিচারকের ঘাড়ে সওয়ার হয়েছে এই পাকিস্তানের প্রেতাত্মারা। বিচারপতিদের ঘাড়ে সওয়ার হয়েছে।’
সভা শেষে আওয়ামী লীগের এই নেতা সাংবাদিকদের বলেন, সম্প্রতিকালে যেসব পর্যবেক্ষণ ও বিচারালয়ে বসে যেসব কথা বলা হয়েছে, তার মাধ্যমে বিচারপতিরা পাকিস্তানের দিকে ইঙ্গিত দিয়েছেন। তবে বাংলাদেশে বসে কেউ পাকিস্তানের স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্ন হিসেবেই থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ আরো বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল। তবে বিচার বিভাগের স্বাধীনতার নামে কেউ যদি অশুভ চিন্তা করে, তা বরদাস্ত করা হবে না।
আলোচনা সভার বক্তৃতায় হানিফ বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা দখলকারী সামরিক শাসক উল্লেখ করা হয়েছে। বিএনপি নেতারা সেটা মেনে নিয়েই রায়ের পক্ষে সাফাই গাইছেন। এর মাধ্যমে তাঁরা মেনে নিলেন যে অবৈধ প্রতিষ্ঠিত দলের রাজনীতি করছেন তাঁরা। তাই বিএনপিও অবৈধ দল।
হানিফ আরো বলেন, বিএনপি নেতারা এখন সংবাদ সম্মেলন করে বিচারপতিদের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। তাঁরা সব সময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। এবার বিচারপতিদের ঘাড়ে চেপে ষড়যন্ত্র করছেন তাঁরা।