বান্দরবানে পর্যটকদের নিরাপদ ভ্রমণে নানা পদক্ষেপ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/08/24/photo-1503586511.jpg)
পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন মিলনায়তনে পর্যটনশিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এ কথা জানান।
এ সময় অন্যদের মধ্যে সেনাবাহিনীর সদর জোনের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ডি এ মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশসহ পর্যটনসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ধসসহ নানা কারণে এবার পর্যটকদের আগমন কমে গেছে। পাহাড়ধস অনেকের মধ্যে ভীতির সৃষ্টি করেছে। কিন্তু বান্দরবানে অন্যান্য এলাকার মতো পরিস্থিতি হয়নি। সড়ক যোগাযোগ রাস্তা, পর্যটন স্পট সবকিছুই পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত রয়েছে। ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাড়তি সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের ঘুরে বেড়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে।
জেলা প্রশাসক আরো বলেন, পর্যটনশিল্প এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক খাতে পরিণত হয়েছে। পর্যটনশিল্পকে সবার কাছে আরো আকর্ষণীয় করে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
চলতি বছরের ভারি বৃষ্টিপাতের কারণে বান্দরবানে পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু হয়। পাহাড়ধসের ঘটনায় বান্দরবানে পর্যটনশিল্পে ধস নামে। ঈদুল ফিতরের আগে থেকেই পর্যটকের আগমন কমে যাওয়ায় মন্দা যাচ্ছে পর্যটন ব্যবসায়। তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা এবং পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকদের আগমন বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।