ছাত্রদলের সভাপতি পটুয়াখালীতে আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/20/photo-1437372311.jpg)
পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে দুমকি থানার পুলিশ তাঁদের আটক করে।
মধ্যরাতে পটুয়াখালী গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ আটকের বিষয়টি জানান।urgentPhoto
ফয়েজ আহম্মেদ বলেন, বরিশাল থেকে মাদক পাচারকারী চক্র একটি প্রাইভেটকারে করে পটুয়াখালী হয়ে কুয়াকাটা প্রবেশ করবে—এমন খবর পেয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম আগে থেকেই লেবুখালী ফেরিঘাটে অবস্থান করছিলেন। রাত ১১টার দিকে ফেরিঘাটের উত্তর পাড়ে পৌঁছানোমাত্রই সাদা রঙের একটি প্রাইভেটকারকে পুলিশ থামতে বলে। এ সময় গাড়িতে থাকা কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসান নিজের পরিচয় দেন পুলিশের কাছে।
পুলিশ দাবি করেছে, রাজীবের ব্যাগ থেকে ৪৫টি ইয়াবাসহ একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রাজীবের গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে। এ ছাড়া একই সঙ্গে আটক সালাউদ্দিন, রফিকুল ইসলাম, জসীম উদ্দিন, সাইফুল ইসলামের বাড়িও একই জায়গায়। চালকের নাম জানা যায়নি।
রোববার সকালে রাজীব আহসান ঢাকা থেকে বাড়ি পৌঁছে বাবার কবর জিয়ারত শেষে বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশে রওনা হন ছাত্রদল সভাপতি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের লেবুখালী ফেরিঘাট থেকে সরাসরি পটুয়াখালীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রেস ব্রিফিং শেষে রাতেই পটুয়াখালী সদর থানার হেফাজতে নিয়ে রাখা হয় রাজীবকে। দুমকি থানায় রাখা হয় বাকিদের।
আজ সোমবার সকালে মাদক আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
প্রেস ব্রিফিংয়ের সময় রাজীবকে কোনো ধরনের প্রশ্ন করার অনুমতি দেয়নি পুলিশ।