যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন করা হবে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/20/photo-1437390447.jpg)
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত রাখতে কাজ করবেন তিনি। নিরপেক্ষভাবে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের পদায়ন করা হবে।
মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার সকালে প্রথম কর্মদিবসে সচিবালয়ে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন বৃহস্পতিবার। এরপর ঈদুল ফিতরের ছুটি শেষে সোমবার প্রথম কর্মদিবসে দুপুরের শেষভাগে সচিবালয়ে যান সৈয়দ আশরাফুল ইসলাম। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় প্রশাসনে দলীকরণ বাড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, সরকারি কমকর্তা-কর্মচারীরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। কারণ আওয়ামী লীগ প্রশাসনের রাজনৈতিকীকরণে বিশ্বাস করে না।
নতুন মন্ত্রণালয় নিয়ে কী পরিকল্পনা রয়েছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি কাজের পরিধি জেনে সিদ্ধান্ত নেবেন।
সৈয়দ আশরাফ জানান, ঈদের ছুটি শেষে প্রশাসনের সবার কর্মস্থলে ফিরতে আরো চার-পাঁচদিন সময় লাগবে। এরপর পুরোদমে কাজ শুরু হবে।
পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন।