বাগেরহাটে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি মহিলা আ.লীগের

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপী বড়াল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, অ্যাডভোকেট শরিফা হেমায়েত, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী রীনা তালুকদার ও বেবী মোর্শেদা।
মানববন্ধনে বক্তারা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দ্রুত পদত্যাগ দাবি করেন।